সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

নেয় না তারা খোঁজ



ভাতের হাঁড়ি জ্বলে না ওর ঘরে
সকাল বিকেল দুই চোখে জল ঝরে
তিন তিনটে ছেলে- মেয়ে কাঁদে
খিদের জ্বালায় পেটে পাথর বাঁধে

আষাঢ় মাসে বয় নাকো জনপাট
পকেট খালি হয় না বাজার হাট
বাড়িতে নেই এক মুঠো চাল ডাল
কষ্ট সে কী অবস্থা বেহাল।

দোকানিরাও দেয় না বাকি ধার
সংসারে বড্ড অভাব তার
দেয়নি দিন দানা পানি পেটে
অনাহারেই যায় নিশি-দিন কেটে।

করছে যারা তিন বেলাতেই ভোজ
নেয় না তারা খোঁজ।
২১ সেপ্টেম্বর ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন