সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

ছেলেবেলার হেমন্ত



আমন ধানের গন্ধে পুরো মাঠ করে মৌ মৌ
পিঠা পুলি বানায় ঘরে গাঁয়ের মা বোন বউ
ছাটা করে কৃষক চাষি রোজ পাকা ধান কাটে
পল্লী বধূ মা ঝিয়েরাও তাদের সাথে খাটে।

বায়না ধরে খোকা
মাথায় ঢোকে আজগুবি তার রঙিন ঘুড়ির পোকা
যায় চলে সে রায়সা বিলের মাঠে
আপন মনে ওড়ায় ঘুড়ি এইভাবে দিন কাটে।

আসে বিকেল বেলা
পাড়ার যতো ছেলে-মেয়ে এক সাথে হয় খেলা
পোয়াল গাদায় লুকোচুরি আহা মধুর ক্ষণ
বাবলা গাছের ডালে ঘুঘু জমায় আলাপন।

সাঁঝের বেলা গরু দিয়ে ধানের মলন মলা
চাঁদের আলো হেসে হেসে মন করে উতলা
ঝিল্লিমুখর রাতে
বাঁশের মাচায় বসে রাখাল গল্প বলায় মাতে

সেই পুরোনো স্মৃতির পাতায় মনটা ছবি আঁকে
আজও আমায় ছেলেবেলার হেমন্ত খুব ডাকে।
২৮ অক্টোবর ২০১৬ খ্রি.
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন