সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

হেমন্তদিন



হিম কুয়াশার ঝাঁক ছুটে যায়
পাকা ধানের ক্ষেতে
যেতে যেতে যেতে
ছন্দে ওঠে মেতে
তারপরে সে আলগোছে এক গ্রামে
শিশির হয়ে নামে।

টুকরো সফেদ মেঘের ভেলা
সারাবেলা
করে লুকোচুরির খেলা
সবুজ পাড়া গাঁয়
আসে বুঝি হেমন্ত দিন তাই
মেঘ অবসর পায়।

কী পরিবেশ মায়াময়
কায়াময়
হায়াময়
কোমল শীতল ছায়াময়
বেশ;
হেমন্তদিন এলেই সাজে
নতুন রূপে দেশ।
২৭ অক্টোবর ২০১৬ খ্রি.
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
# # # # # #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন