সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

নবান্ন ফুল



সোনায় মোড়া কাঁচা রোদ
সরল সোজা কী নির্বোধ
প্রজাপতি পাখায় গতি
তোলে
ফুলরা আঁখি খোলে।

নীহার জমে মেঘের গাঁয়
সাঁঝ-নিশীথে ঝরে যায়
মাঠে মাঠে নদীর ঘাটে
চাষি
যায় বিলিয়ে হাসি।

শীতল শীতল কোমল দিন
কী মধুময় কী রঙিন
ধানের ক্ষেতে ফড়িং মেতে
ওঠে
নবান্ন ফুল ফোটে।
২৭ অক্টোবর ২০১৬ খ্রি.
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
# # # # # #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন