রবিবার, ৬ নভেম্বর, ২০১৬

মাথাভাঙ্গা আমার অহঙ্কার

মাথভাঙ্গা নদীর পাড়ে আমার ছোট বাড়ি
সারা বেলা নৌকা ডিঙি এপার ওপার যায়
গাঁয়ের মানুষ কূলে কূলে ঘুনশি খাদুন পাতে
জাল ঠেলা জাল ফেলে জেলে কত না মাছ পায়।

হাত নাড়িয়ে পা নাড়িয়ে আমরা সাঁতার কাটি
মনের সুখে ডুব দিয়ে নিই মাঝ নদীতে থই
আম্মু রেগে চড় শাসিয়ে খালি আমায় ডাকে
জ্বর হবে তোর দুষ্টু ওরে উঠলি ডাঙায় কই।

মাছরাঙা বক পানকৌড়ি বসে নদীর ধারে
পাখনা মেলে রোদে শুকোয় ভেজা ডানার জল
পল্লী বধূ জলকে চলে কলসি কাঁখে নিয়ে
খেয়ার ঘাটে মাতোয়ারা পাটনি মাঝির দল।

রাখাল গরুর পাল এনে রোজ নামায় নদীর বুকে
এই মায়াময় দৃশ্যে বলো জুড়ায় না মন কার
মাথাভাঙ্গা তাই চিরকাল স্বপ্ন বোনায় মনে
এই নদীটা আমার খুশি আমার অহঙ্কার।
২৪ আগস্ট ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
# # # # # #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন