বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

আজ ছুটেছি বাইরে


ঘরের কোণে একলা বসে থাকি
খাতার পাতায় হরেক ছবি আঁকি
এলোমেলো স্বপ্ন চোখে ভাসে
যায় ছড়িয়ে সবুজ শ্যামল ঘাসে
ভাল্লাগে না বন্দিদশা
কোথায় এখন যাই রে;
আজ ছুটেছি বাইরে আমি
আজ ছুটেছি বাইরে

প্রকৃতি খুব আমায় কাছে ডাকে
খুশি জাগায় মনের বাঁকে বাঁকে
বনবনানী হাতছানি দেয় খালি
সামনে ধরে লতা পাতার ডালি
ওদের জন্যে ঘরে তো আর
থাকার উপায় নাই রে;
আজ ছুটেছি বাইরে আমি
আজ ছুটেছি বাইরে

পাখপাখালি বাগান মাতায় গানে
ক্ষেতের ফসল দোলে হাওয়ার তানে
গঙ্গা ফড়িং হারায় যখন দিশে
বসে ঘুমায় আমন ধানের শীষে
নদ নদী খাল হাওড় বাঁওড়
ডাকে কাছে আয় রে;
আজ ছুটেছি বাইরে আমি
আজ ছুটেছি বাইরে

প্রজাপতির পাখায় রঙের কাড়ি
উড়ে উড়ে দেয় কত বন পাড়ি
দুবলো ঘাসের অন্তরে অন্তরে
চুপি চুপি একলা শিশির ঝরে
পরিপাটি দেশের মাটি
উতল করে তাই রে;
আজ ছুটেছি বাইরে আমি
আজ ছুটেছি বাইরে
০৬.০৭.২০১৪
মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন