বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

বানরের বাঁদরামি



একটা বানর ডিগবাজি খায় একটা হাসে হিহি
একটা করে দাঁত কেলিয়ে ঘোড়ার মতোন চিহি
লম্ফ মারে গাছের ডালে
ঘরের চালে তালে তালে খুব নিরীহ সেও
ওইটা দেখি ভেংচি কাটে
আরেকখানা দুপায় হাঁটে
চুপ করে নেই কেউ-
যেইটা আবার একটু খোঁড়া
ঠক বিচুটি বদের গোড়া
ভেচকি মারে এও;
একই সবার ঢঙের বাহার
তিড়িং বিড়িং রঙের বাহার
দুষ্টু ফাজিল পালের গোদা
একটা একেক ফেউ।

বুড়ো টার দেমাগ ভারি
ফলায় কেবল মাতুব্বারি
চতুর্দিকে খেয়াল রাখে উলুক ভুলক তাকায়
জটলা খালি পাকায়;
লোকে দিলে বাদাম কলা
মিছরি দলা
দুহাত পেতে তা খায়।

কেউ বা ঝোলে কারোর গলে
বাচ্চাগুলো পেটের তলে
ঝুলে ঝুলে যায়
ছোটার বিরাম নাই।

এইটা ভীষণ পাজির পাজি এক লাফে ছোঁয় মটকা
হট্টগোলের আগে থাকে আরেক বেকুব ফটকা
একটা শুয়ে উঁকুন বাছে
অন্যটা শোয় শিমুল গাছে
ছন্নছাড়া তিন বেয়াড়া খেলছে লতায় ঝুল;
সবাই করে চেঁচামেচি
হই হুল্লোড় কেচামেচি
কী বিচ্ছিরি হট্টগোল ব্যাপক হুলস্থূল।

ওদের জ্বালায় শান্তি পালায়
হয় পরিবেশ দূষণ;
দাদু এসব মানতে নারাজ
নতুন কথা শুনুন তার আজ
বলেন তিনি বানরদের এই
বাঁদরামিটাই ভূষণ।
০১.১১.২০১৬ খ্রি.
 কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন