বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

আফসানার মাটির ব্যাংক



আফসানার মাটির ব্যাংকে বেশ টাকা জমেছেপ্রতিদিন আব্বুর দেয়া টিফিনের টাকা বাঁচিয়ে সে ব্যাংকে জমা রাখেতিন মাস আগে আব্বুকে দিয়ে ব্যাংকটি কিনিয়ে এনেছে আফসানাঈদের দিন নানু ভাই ওকে ৫০ টাকার একটা কচকচে নোট দিয়েছিলেনচটজলদি সেটা ঢুকিয়ে ফেলল ব্যাংকেএমনিভাবে কাকু, মামা, ভাইয়া কিংবা আম্মু কোনো টাকা দিলেই সে ব্যাংকে রাখেমাঝে মাঝে ব্যাংকটি নেড়ে নেড়ে দেখেহাতে তুলে ওজন করেআন্দাজ করে দেখে কত টাকা হলো
আগে আফসানা স্কুলে গেলেই আচার, চুইংগাম, চকলেট, আইসক্রিম আর চালতা খেতকিন্তু ইদানীং সে ওসব খায় নাবলে ওসব স্বাস্থ্যের জন্য ক্ষতিকরপেটে অসুখ হয়স্বাস্থ্যহানি ঘটেতাই ওইসব না খেয়ে তার বদলে টাকা জমায় সেএখন শুধু তার ঝোঁক টাকা জমানোটাকা বাঁচানোর জন্য কোনো কোনো দিন স্কুল থেকে হেঁটেও আসেআম্মু হাসেনপাগলি মেয়ে হেঁটে আসতে কষ্ট হয় না?
কষ্ট কিসেরআরও ব্যায়াম হয়মাঝে মাঝে হাঁটা ভালোএতে শরীর ভালো থাকেউল্টো সে বোঝায় মাকেআফসানা বাবা-মার একমাত্র মেয়েসে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীযেমনি বুদ্ধিমতী, তেমনি লক্ষ্মী মেয়েক্লাসেও প্রথমএকবারও দ্বিতীয় হয়নি আফসানাএ কারণে সবাই তাকে আদর করেবিদ্যালয়ের শিক্ষকরাও খুব ভালোবাসেন আফসানাকেপড়াশোনার কথা বলতে হয় নাএকা একাই স্কুলের পড়া তৈরি করে
ওরা গরিব মানুষবাবা চুয়াডাঙ্গার বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করেনসামান্য বেতনমা নকশি কাঁথা সেলাই করেনবাড়ি থেকেই তা বিক্রি দেনসংসার চালাতে হিমশিম খেতে হয় তাদেরএসব বোঝে আফসানাঈদ এলে সংসারের অভাব নিয়ে যখন মা-বাবার কথা হয়, তখন তা বোঝার চেষ্টা করে আফসানাতাই গত রোজার ঈদের পর থেকে আফসানা বদলে যায়সে ভাবে আমি যদি কিছু টাকা বাঁচাতে পারি তাহলে বাবা-মার কষ্ট কমে যাবেতাই সে মনে মনে ব্যাংকে টাকা জমানোর চিন্তা করেআফসানা ভাবে পুরো বছর টাকা জমালে নিশ্চয় তা দিয়ে আমার পোশাকআশাক হয়ে যাবেঈদে বাড়তি টাকা লাগবে না বাবার
কিন্তু সেদিন স্কুলে গিয়ে সব হিসাব পাল্টে যায় আফসানারএকটি ব্যানার দেখে ওর মনটা কেঁদে ওঠেব্যানারে লেখা আছে এখানে রোহিঙ্গা শিশুদের জন্য সাহায্য জমা নেয়া হয়রোহিঙ্গাদের যে কী কষ্ট আর দুর্ভোগ তা সে টেলিভিশনে দেখেছেতার মতো অনেক শিশু খাবার পাচ্ছে নাঘরবাড়ি নেইওদের জন্য খুব ব্যথা পায় আফসানাসে সিদ্ধান্ত নেয় মাটির ব্যাংক ভাঙারওতে যা টাকা আছে সব রোহিঙ্গা শিশুদের জন্য সে দিয়ে দেবেমানুষ তো মানুষের জন্যইওরাও মানুষকিন্তু তারা ঘরবাড়ি হারাতাদের পাশে থাকা দরকারস্কুল থেকে বাড়ি ফিরে মাকে সিদ্ধান্তের কথা জানায় আফসানাওর কথা শুনে মা হাসেনবাধা দেন নাবরং তিনি বলেন এটা খুব ভালো কাজ মাতুই ব্যাংকের টাকাগুলো নিয়ে ওখানে দিয়ে আয়বিকেলে চৌকির তলা থেকে মাটির ব্যাংকটি বের করে আফসানাভাঙতে খুব মায়া হয় ওরতাও সে আস্তে করে আছাড় দিয়ে ব্যাংকটি ভাঙেব্যাংকে জমানো টাকা ও কয়েনগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়আম্মু এগিয়ে আসেনদুজন মিলে টাকাগুলো গোনেন৩৯৫ টাকা হয়আম্মু একটা কাগজে মুড়িয়ে এক টুকরো কাপড় দিয়ে টাকাগুলো বেঁধে দেনপরদিন সকালে স্কুলে যাওয়ার পথে সাহায্য গ্রহণকারীদের হাতে ওই টাকাগুলো তুলে দেয় আফসানাওর সঙ্গে থাকা সহপাঠীরা ওর কাছ থেকে সব শোনেতাদের মনও কোমল হয়ে ওঠেতারাও সিদ্ধান্ত নেয় আফসানার মতো আমরাও যে যা পারি রোহিঙ্গা শিশুদের জন্য সাহায্য করব
(০৭.০৯.২০১৭)
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন