বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

হাতি-ঘোড়ার যুদ্ধ

হাতি ঘোড়া দুইজনে
শুরু হলো যুদ্ধ,
টেনশনে কাঁপে বন
পশু পাখি সুদ্ধ।

ওরে বাবা যুদ্ধ কী
চলে বারো ঘণ্টা,
বেসামাল হয়ে ওঠে
পুরোপুরি বনটা।

লড়াইয়ের হুঙ্কারে
ওঠে ভূমিকম্প,
ছোটে বাঘ হনুমান
চিতা দেয় লম্ফ।

হাতি চলে নিমিঝিমি
ঘোড়া চলে ছন্দে,
দুজনের চলাচলি
রূপ নিলো দ্বন্দ্বে।
২৬ আগস্ট ২০০৩ খ্রি.
সন্ধানী হাসপাতাল কোয়ার্টার,
করমদী, গাংনী, মেহেরপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন