বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

খোকন যাবে

খোকন যাবে চাঁদের দেশে
হেসে হেসে
পরীর বেশে
জরির জামা পরে;
চাঁদের দেশের সোনা এনে
এ দেশ দেবে ভরে।

আমার খোকন জাদু মনি
শ্রেষ্ঠ ধনী
হীরের খনি
বীরের মতোন হবে;
চাঁদের দেশে সোনার খোকন
যাও গো এবার তবে।
২৭ আগস্ট ২০০৩ খ্রি.
সন্ধানী হাসপাতাল কোয়ার্টার,
করমদী, গাংনী, মেহেরপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন