বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

মনটা হারাই

আকাশ জুড়ে লক্ষ তারা জ্বলে
তারায় তারায় কানাকানি চলে
মিটমিটিয়ে বেজায় হাসাহাসি
আমি ওদের দারণ ভালোবাসি।

পূর্ণিমা চাঁদ থমকে দাঁড়ায় এসে
হাজার তারা চাঁদের সাথে মেশে
জোছনা ধোয়া আকাশখানা এ কী
গগনটাকে অবাক হয়ে দেখি।

রুপোলি চাঁদ তারার বাগর সবই
দেখতে যেন শিল্পী আঁকা ছবি
তাই তো আমি থমকে দাঁড়াই রাতে
মনটা হারাই চাঁদ-তারাতের সাথে।
২৭ আগস্ট ২০০৩ খ্রি.
সন্ধানী হাসপাতাল কোয়ার্টার,
করমদী, গাংনী, মেহেরপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন