তাল বাগানের পাতায় পাতায়
বাবুই পাখির বাসা,
দেখলে পরে অবাক হবে
আমেরিকার ‘নাসা’।
দক্ষ বাবুই ঠোঁট-পা দিয়ে
বানায় বাসাখানি,
নিপুণ কোনো শিল্পী যেন
বড় সে বিজ্ঞানী
বিস্মিত হই বুদ্ধি কেমন
ওদের মাথার ভাঁজে,
চমকে উঠি বাবুই পাখির
নিখুঁত কারুকাজে।
২৭ আগস্ট ২০০৩ খ্রি.
সন্ধানী হাসপাতাল
কোয়ার্টার,
করমদী, গাংনী, মেহেরপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন