আজকে সোজির পুতুল বিয়ে
আসবে দোয়েল ময়না টিয়ে
সাজাবে বর-কনে,
তাইতো সোজির হাসি-খুশি
রঙ লেগেছে মনে।
লাল পেয়ারা গাছের নিচে
বসবে এসে বর,
কলা বাগান ঘেঁষে হবে
কনে বসার ঘর।
বাকশে রাখা নকশি কাঁথা
বরকে দেবো পেড়ে,
আরো দেবো বাড়ির যতো
আদর সোহাগ ঝেড়ে।
রান্না হবে ঢেঁকির চাল
বরকে দেবো রসের থাল।
২৭ আগস্ট ২০০৩ খ্রি.
সন্ধানী হাসপাতাল
কোয়ার্টার,
করমদী, গাংনী, মেহেরপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন